ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

সিসিসি নির্বাচন: জলাবদ্ধতার শিকার কেন্দ্রগুলোতেও ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১০

চট্টগ্রাম: গত কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রাম নগরীতে পানি জমে যাওয়া কেন্দ্রগুলোতেও নির্বিঘেœই ভোটগ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত এসব কেন্দ্রে ভোট গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।



নির্বাচন কমিশন সূত্র জানায়, বুধবার বিকেল থেকে বৃষ্টি কমে আসায় নতুন করে আর পানি জমেনি। পরে নির্বাচন কমিশন কর্মীরা কেন্দ্রগুলোর জমে থাকা পানি পরিস্কার করে ফেলেন। ফলে আজ বৃহস্পতিবার সকালে ওইসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু করতে কোনও সমস্যা হয়নি।

এদিকে, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আকাশ কিছুটা মেঘলা থাকলেও ১০টার দিকে রোদ দেখা দেয়।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’র স্টাফ করেসপন্ডেন্ট হাজেরা শিউলি জানান, গতকাল বিকেল পর্যন্ত অনিশ্চয়তা থাকলেও আজ সকাল থেকেই বৃষ্টির পানি জমে যাওয়া কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হতে দেখা যায়।

তিন দিনের টানা বর্ষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত টিচার্স ট্রেনিং কলেজ, পশ্চিম বাকলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি বালক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্রে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানিতে এসব কেন্দ্রের ভেতরের মেঝে পর্যন্ত ডুবে গিয়েছিল।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১০৪ ঘণ্টা, ১৭ জুন, ২০১০
প্রতিনিধি/একে/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ