ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

সিসিসি নির্বাচন

ভোটারদের ভয় দেখানো হচ্ছে: বিএনপি

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, জুন ১৭, ২০১০

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে নেতাকর্মীদের পাশাপাশি ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে দলের দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।



চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তাৎক্ষণিক খবর মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খোলা হয়েছে মনিটরিং সেল। এখান থেকে চট্টগ্রাস সিটি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি মনিটর করছে দলটি।

রিজিভী অভিযোগ করেন, “পুলিশের পোশাকধারীরা একটি মাইক্রোবাসে (চট্ট: মেট্রো-গ-১১-১৪৬৪) করে শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে ও বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। পূর্ব নাসিরাবাদ ও আব্দুল জলিল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে  সরকারদলীয় ক্যাডাররা ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে। ”

এ সব বিষয়ে বিএনপি প্রার্থী মনজুরুল আলমের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৩ ঘণ্টা, ১৬ জুন ২০১০
এজেড/কেএল/জেএম/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ