ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধুনটে ভাঙচুর মামলায় বিএনপি নেতা কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
ধুনটে ভাঙচুর মামলায় বিএনপি নেতা কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে বসতবাড়ি ভাঙচুর ও মারধর মামলায় এজাহারভুক্ত আসামি আনিছুর রহমান (৪০) নামে বিএনপি নেতাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে ধুনট থানা থেকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আনিছুর উপজেলার ভুতবাড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ভাণ্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার ভুতবাড়ি গ্রামে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছেন আব্দুস ছালাম নামে এক দিনমজুর। দীর্ঘদিন ধরে ছালামের বাড়ির জায়গা দখলের চেষ্টা করে আসছেন আনিছুর।  

শুক্রবার সন্ধায় ছালামকে মারধর ও বসতবাড়ি ভাঙচুর করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে উচ্ছেদের চেষ্টা করেন আনিছুর ও তার লোকজন।

এ ঘটনায় ছালাম বাদী হয়ে আনিছুরসহ নয়জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আনিছুরকে আটক করা হয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।