ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সম্মেলন এলাকা থেকে শিবিরের নেতাসহ আটক ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
সম্মেলন এলাকা থেকে শিবিরের নেতাসহ আটক ১১

ঢাকা: আওয়ামী লীগের ২০ তম সম্মেলন চলাকালে শাহবাগ এলাকা থেকে মামুন নামে শিবিরের সাবেক সভাপতিসহ ১১ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিবিরের সাবেক সভাপতি বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক।

তবে আটক মামুন জানিয়েছেন, আগে শিবির করলেও এখন তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন।

ওসি বলেন, মামুন নামের ওই যুবক কার্ড ছাড়া সম্মেলনস্থলে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

এদিকে, আটক বাকী ১০ জনের মধ্যে হকার, পকেটমার এবং পাশ ছাড়া সম্মেলনস্থলে প্রবেশের চেষ্টাকারী রয়েছেন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।