ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নবাবগঞ্জে পুনঃনির্বাচনে শামীম নির্বাচিত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
নবাবগঞ্জে পুনঃনির্বাচনে শামীম নির্বাচিত

নবাবগঞ্জ, ঢাকা: নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য পদে পুনঃনির্বাচনে শামীম দেওয়ান নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার নয়নশ্রী ইউনিয়নের নয়নশ্রী আছিয়া সিকদার এতিমখানা ও মাদ্রাসা কেন্দ্রে এ ভোট গ্রহণ করা হয়।



এরপর ভোট গণনা শেষে বেসরকারিভাবে শামীমকে নির্বাচিত ঘোষণা করা হয়।

টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে মো. কামাল সিকদার পেয়েছেন ৩৪৩ ভোট।

প্রিজাইডিং অফিসার সায়্যেদুল ইসলাম ভূঁইয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে ৭ মে নির্বাচনে এ দু’জন ৩৮৪ করে সমান ভোট পান। পরে নির্বাচন কমিশনার ৩১ অক্টোবর পুননির্বাচনের সিদ্ধান্ত নেন। ওই কেন্দ্রে ২০০৫ জন ভোটার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।