ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪নভেম্বর) দুপুরে বার ভবনে এ সভার আয়োজন করা হয়।

বগুড়া: বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১৪নভেম্বর) দুপুরে বার ভবনে এ সভার আয়োজন করা হয়।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান।
 
অনুষ্ঠানে বগুড়া বারের সাবেক সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট হাফিজার রহমান, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ছাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাছেদ, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট পলাশ খন্দকার, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এমবিএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।