ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর সমাধিতে ফেনী আ’লীগের শ্রদ্ধা নিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বঙ্গবন্ধুর সমাধিতে ফেনী আ’লীগের শ্রদ্ধা নিবেদন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী।

ফেনী: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং মাজার জিয়ারত করেন।

এর আগে সোমবার (১৪ নভেম্বর) রাত ১০টায় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে বহরটি যাত্রা শুরু করে।

নিজাম উদ্দিন হাজারী বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধুকে আমরা চোখে দেখিনি, তার দেখানো আদর্শ ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করছি। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিলো বঙ্গবন্ধুর মাজার জেয়ারত করার। সে কারণেই ফেনীর নব নির্বাচিত সব প্রতিনিধি এবং জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর মাজার জেয়ারত করতে যাওয়া।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।