ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নাসিরনগরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
নাসিরনগরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অামিরুল হোসেন চোকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অামিরুল হোসেন চোকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলা সদরে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অাবু জাফর গ্রেপ্তারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে তিনটি ও পুলিশের পক্ষ থেকে দু’টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা অাড়াই সহস্রাধিক লোককে অাসামি করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথক দু’টি এবং পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।