ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও অঙ্গ সংগঠন।

সিলেট: বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে  ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও অঙ্গ সংগঠন।

ইলিয়াস আলীর নিখোঁজের ৫৫ মাস পূর্তিতে বুধবার (১৭ নভেম্বর) সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক আলহাজ শেখ মখন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষ‍ুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা কবির শেপী, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জোহরা জেসমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহ্বায়ক ও ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের সদস্য সচিব আব্দুস সহিদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল কাইয়ুম, জেলা ছাত্রদলের কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সম্পাদক ইমরানুল ইসলাম জসিম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এনইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।