ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নাসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তৈমুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
নাসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তৈমুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে তৈমুর আলম খন্দকারের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলের স্থায়ী কমিটির বৈঠকের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া তৈমুর আলমকে নির্বাচন করার গ্রিন সিগন্যাল দিয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

তৈমুর আলম খন্দকার বাংলানিউজকে বলেন, ‘তৃণমূল আমাকে চায়। আমার নেত্রী যদি আমাকে নির্বাচন করতে বলেন, দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আমাকে তা করতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে’।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।