ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।

নোয়াখালী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।

 

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নোয়াখালী আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস ও সঞ্চালনা করেন ভিপি ফজলে এলাহী পলাশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা আবদুল গোফরান।

এছাড়াও বক্তব্য রাখেন, নোয়াখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক টপি, জেলা কৃষকদলের আহ্বায়ক রবিউল হাসান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএস হারুণ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সামছুজ্জোহা মিঠু, শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।