ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা ও মহানগর যুবদল এবং মহানগর ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

যুবদল বরিশাল জেলার সভাপতি সাহেদ আকন সম্রাটের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন-মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রতন, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাজ্জাদ, মাহাবুবুর রহমান পিন্টু প্রমুখ।
 
এদিকে নগরীর সোনারী আইসক্রিম মোড় থেকে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি নাজিরের পুলে এসে শেষ হয়।
 
এছাড়াও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমএস/এনটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।