ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাবিতে শিবিরকর্মী গ্রেফতার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
রাবিতে শিবিরকর্মী গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে মাসুদ হেলাল নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রাবি (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে মাসুদ হেলাল নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদের বাড়ি রাজশাহী শহরের কাটাখালি এলাকায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।  

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, ওই শিক্ষার্থী শিবিরের ক্যাডার। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।  

জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।