ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মহাদেবপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
মহাদেবপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত আবু বক্কর সিদ্দিক (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত আবু বক্কর সিদ্দিক (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

রোববার (০৪ ডিসেম্বর) সকালে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


 
স্থানীয়রা জানান, সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে স্থানীয় সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর গ্রুপ ও বর্তমান এমপি সলিম উদ্দিন তরফদার গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ ছিলো। এর জের ধরে শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাহাড়পুর পবাতর এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্তত পাঁচ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকালে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর মারা যান।

 

এ ঘটনায় নিহত আবু বক্কর সিদ্দিকের ছেলে তরিকুল বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মায়নুল ইসলামকে প্রধান করে ১৭ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা বাংলানিউজকে জানান, আবু বক্করের মরদেহ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।