ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠিতে প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
জেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠিতে প্রতীক বরাদ্দ

ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ঝালকাঠি: ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মিজানুল হক চৌধুরী।

   

রাজাপুরের সংরক্ষিত দুই নম্বর আসনে লিপি আক্তার (টেবিল ঘড়ি) ও নাসরিন সুলতানা মুন্নি (ফুটবল) এবং সাধারণ সদস্য পদে পাঁচ নম্বর আসনে গিয়াস উদ্দিন (হাতি), মো. ইদ্রিস আলী (অটোরিকশা) ও আব্দুস সোবাহান খান (তালা) প্রতীক পেয়েছেন।

সংরক্ষিত পদে বাকি চারজন ও সাধারণ সদস্য পদে ১৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে সরদার মো. শাহ আলম নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।