ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ যুবদলের সহ-সভাপতি কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
সিরাজগঞ্জ যুবদলের সহ-সভাপতি কারাগারে

সিরাজগঞ্জে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় জেলা যুবদলের সহ-সভাপতি জুলফিকার হোসেন টিটোকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় জেলা যুবদলের সহ-সভাপতি জুলফিকার হোসেন টিটোকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোরশেদ আলম এ আদেশ দেন।


টিটো সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার তোতা মিয়ার ছেলে।

এর আগে, সোমবার ভোরে ধানবান্ধি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিটোকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।