চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের জয়ে বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় নেমে আসেন তার হাজার হাজার সমর্থক। এ সময় তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মনজুরের পক্ষে স্লোগান দিতে থাকেন।
শুক্রবার সকাল সাড়ে দশটায় নির্বাচন কর্মকর্তা জেসমিন টুলী সিসিসি নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করেন।
পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর সাংবাদিকদের টুলী বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ায় আমি খুব আনন্দিত। আশা করি সবাই এ ফল মেনে নেবেন। ”
প্রার্থীরা নির্বাচনী আইন মেনে নজির সৃষ্টি করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তবে অনাকাক্সিত ঘটনা এড়াতে আনন্দ মিছিল না করার জন্য অনুরোধ জানান এই কর্মকর্তা।
মনজুরের প্রধান নির্বাচনী সমন্বয়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীও নেতা-কর্মীদের আনন্দ মিছিল না করার অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার জুম্মার নামাজের পর শোকরানা আদায় করা হবে।
নির্বাচনে তিনবারের মেয়র মহিউদ্দিনকে ৯৫ হাজার ৫২৮ ভোটে পরাজিত করেন এম মনজুর আলম।
বেসরকারি ফলাফলে মনজুর পেয়েছেন চার লাখ ৭৯ হাজার ১৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মহিউদ্দিন চৌধুরী তিন লাখ ৮৩ হাজার ৬১৭ ভোট পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ১৮, ২০১০
আরডিজি/এইচএস/এসকে/এএইচএস/বিকে/একে/কেএল/এমএমকে/জেএম