ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জেলা পরিষদ নির্বাচন

নোয়াখালীতে ৩ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
নোয়াখালীতে ৩ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ছবি: প্রতীকী

জেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলার চার নম্বর ওয়ার্ডের একমাত্র কেন্দ্র কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

নোয়াখালী: জেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলার চার নম্বর ওয়ার্ডের একমাত্র কেন্দ্র কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবাব (২৮ ডিসেম্বর) ভোরে হাইকোর্টে ভোটার সংক্রান্ত রিট থাকায় প্রিজাইডিং কর্মকর্তা এনায়েত হোসেন সবুজ রিটার্নিং কর্মকর্তার নিদের্শে ওই কেন্দ্রের ভোট স্থগিত করেন।

এছাড়া জেলার আরো দুইটি কেন্দ্রের সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। কেন্দ্র দু’টি হলো- সোনাইমুড়ি উপজেলার দুই নম্বর ওয়ার্ডের জয়াগ মহাবিদ্যালয় ও বেগমগঞ্জ উপজেলার ছয় নম্বর ওয়ার্ডের কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।  

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন জানান, ভোটার তালিকায় নাম থাকা ও প্রার্থিতা বিষয়ে ওই তিন কেন্দ্র নিয়ে মামলা থাকায় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।