ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর রক্তের ধারা বয়ে চলেছে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বঙ্গবন্ধুর রক্তের ধারা বয়ে চলেছে বাংলাদেশ ‘বিজয়ের ৪৫ বছর ও অর্থনেতিক সমৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায়/ ছবি: দীপু মালাকার

ঢাকা: বঙ্গবন্ধুর রক্তের ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্য দিয়ে এখনও বাংলাদেশ বয়ে চলেছে। শেখ হাসিনার নেতৃত্বে এভাবে চলতে থাকলে সোনার বাংলা একদিন তৈরি হবেই বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘বিজয়ের ৪৫ বছর ও অর্থনেতিক সমৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
 
ইয়াফেস ওসমান বলেন, বঙ্গবন্ধুর পরিচয়েই আজ আমরা এত দ‍ূর এসেছি।

তার মতো মহামানবের অবদান স্বীকার করে না এমন কুলাঙ্গারও বাংলাদেশে আছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশে জঙ্গি খুঁজে পান না কারণ তিনি নিজেই জামাতের সঙ্গী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাড. মশিউর মালেক। অনুষ্ঠান সঞ্চলনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আলম।

আয়োজক সংগঠনের সভাপতি ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হক সবুজ।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
জেডএফ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।