ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

খাগড়াছড়ি: লক্ষ্মীছড়ি উপজেলার চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়েছে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি এ অবরোধের ডাক দেয়।

অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দ‍ূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ সড়কে হালকা যান চলাচল করতে দেখা গেছে। অবরোধের সমর্থনে এখন পর্যন্ত কোথাও কোন পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। অবরোধের কারণে জেলাজুড়ে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা।

রোববার রাত ২টার দিকে সরকারি বাসভবন থেকে অস্ত্র ও গুলিসহ লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটক করে যৌথবাহিনী। এ ঘটনায় লক্ষ্মীছড়ি থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।