ঢাকা, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
যশোরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যশোরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যশোর: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (০৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা হয়। পরে যশোর শহরের গাড়িখানা রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী  রায়হান, মীর জহুরুল ইসলাম, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ