ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গোবিন্দগঞ্জে বিএনপির ৫ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
গোবিন্দগঞ্জে বিএনপির ৫ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নাশকতা মামলায় বিএনপির পাঁচ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ আদেশ দেন।

এরা হলেন-গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আহসানুল হক রিপন, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কাজী রিপন, ছাত্রদল কর্মী আনারুল ইসলাম ও বঙ্গ মিয়া।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বাংলানিউজকে জানান, বিকেলে গোবিন্দগঞ্জ বিএনপির অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মী নাশকতা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।