ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি সাংবিধানিক অধিকার বঞ্চিত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
‘বিএনপি সাংবিধানিক অধিকার বঞ্চিত’ ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সমাবেশের অনুমতি না দিয়ে সরকার বিএনপিকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা ফোরামের ‘১/১১ ষড়যন্ত্র এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, ‘০৭ জানুয়ারি সমাবেশের অনুমতি চেয়েছিলাম।

আমাদের অনুমতি দেওয়া হয়নি। অথচ তারা সমাবেশ করেছে। এর মাধ্যমে সরকার বিএনপিকে সকল সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে’।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৭
এএম/আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।