ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে শিবিরকর্মীসহ আটক ৪৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, জানুয়ারি ১১, ২০১৭
রাজশাহীতে শিবিরকর্মীসহ আটক ৪৮

রাজশাহী: রাজশাহী মহানগরীতে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১১টা থেকে বুধবার (১১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র শিবিরের এক কর্মীসহ মোট ৪৮ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।

আটক শিবিরকর্মীর নাম তাফসিরুল হক দিপু (২৮)।

তাকে মহানগরীর মতিহার এলাকা থেকে আটক করা হয়।

বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ১৭ জন, শাহ মখদুম থানা দুই জন আটক করে। এছাড়াও ডিবি পুলিশ দুই জনকে আটক করেছে বলেও জানান ইফতে খায়ের আলম।

আটকদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশর ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।