ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আনোয়ারের জন্য দোয়া চাইলেন শামীম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আনোয়ারের জন্য দোয়া চাইলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খানের জন্য দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

তিনি বলেছেন, আনোয়ার ভাই আমার বড় ভাই। তিনি আজ শপথ গ্রহণ করে জেলা পরিষদের দায়িত্ব নিতে যাচ্ছেন।

তিনি যেন সকলের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারেন সেজন্য সকলের কাছে আমার বড় ভাইয়ের জন্য দোয়া চাই।

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ইসদাইরে অবস্থিত উন্নয়ন মেলার পরিদর্শন শেষে দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।

এ সময় শামীম ওসমানের পাশেই ছিলেন নতুন শপথ নেয়া জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। তিনিও হাসিমুখে সকলের কাছে তার নতুন এ যাত্রার জন্য দোয়া প্রার্থনা করেন। বক্তব্য দেয়ার আগে শামীম ওসমান উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।