ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ’লীগে অনুপ্রবেশকারীরা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আ’লীগে অনুপ্রবেশকারীরা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাসদ কার্যালয়ে প্রতিবাদ সভায় ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াতের লোকেরা আওয়ামী লীগে অনুপ্রবেশ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।

তারা দিনের বেলায় আওয়ামী লীগ হলেও রাতের বেলা পুরোনো রূপ ধারণ করে। দেশের চলমান উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে এ সব কুচক্রি মহলকে প্রতিহত করতে হবে।


 
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদ কার্যালয়ে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমবাড়ীয়ায় লুৎফর রহমান সাবু হত্যাকাণ্ড প্রসঙ্গে ইনু বলেন, হত্যাকারীরা যেই হোক তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

এ হত্যাকাণ্ডের পর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়ি ও উপজেলা জাসদ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।

উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফের সভাপতিত্বে এ সময়ে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।