ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
খালেদা দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশিদের কাছে দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চান বলে মন্তব্য করেছেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সতেরো থেকে বিশতম গ্রেড সরকারি কর্মচারী পরিষদের জাতীয় কাউন্সিল ২০১৭’র প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদসহ নানা ইস্যুতে খালেদা জিয়া বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছেন।

তবে আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত হাতে জঙ্গি দমন করেছে। ফলে ষড়যন্ত্রকারীরা আর কোনো দিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।
 
পুলিশ বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, আমাদের পুলিশ বাহিনী তাদের ডিউটিতে অটল আবস্থায় থাকেন, তারা দেশের জন্য নিবেদিত প্রাণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাপরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া।
   
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এসটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।