ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অবৈধভাবে কেউ ক্ষমতায় যেতে পারবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
অবৈধভাবে কেউ ক্ষমতায় যেতে পারবে না

সুনামগঞ্জ: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, অবৈধভাবে কেউ ক্ষমতায় যেতে পারবে না, সে পথ এখন বন্ধ।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বতর্মান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, মানুষ এখন জেগে উঠেছে। দেশে উন্নয়নের সময় এসেছে।

বাঙালি জাতি অদম্য জাতি। বাংলাদেশকে আর দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে।

জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির জিএম মো. সোহেল পারভেজ, দক্ষিণ সুনামগঞ্জ বিদ্যুৎতের পরিচালক মো. ফরিদুর রহমান, যুবলীগ নেতা অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এনটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।