ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরগুনা জাতীয় পার্টির সভাপতি ফরহাদ আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
বরগুনা জাতীয় পার্টির সভাপতি ফরহাদ আর নেই

বরগুনা: বরগুনা জাতীয় পার্টির সভাপতি, বরগুনার সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাফরুল হাসান ফরহাদ মারা গেছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ফরহাদের ছেলে রাসেল বাংলানিউজকে বলেন, বাবা সম্প্রতি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তিনদিন আগে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে বাবা মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।