ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কারাগারে

সিরাজগঞ্জ: নাশকতার মামলায় সিরাজগঞ্জ সদর থানা ছাত্রদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া বরাদকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোরশেদ আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (১৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মালশাপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোলাম কিবরিয়া ওই মহল্লার মৃত আব্দুল জব্বারের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, নাশকতার মামলায় কিবরিয়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।