ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
বগুড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা আলোচনা সভা/ ছবি: বাংলানিউজ

বগুড়া: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজিত হয়।

জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ার‌ম্যান মো. শাহজাহান।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া। দলের নেতা-কর্মীদের এ স্থানের প্রতি মমত্ববোধ ও শ্রদ্ধাবোধটাও অনেক বেশি। বর্তমান সরকার জিয়াউর রহমানের আদর্শকে ধ্বংস করতে মেতে উঠেছে। দলের নেতা-কর্মীদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত সরকারের এ চক্রান্ত সফল হবে না।

শহীদ জিয়ার সৈনিকরা সরকারের এ চক্রান্ত রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।

সভায় জেলা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, উপদেষ্টা মো. শোকরানা, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ মো. মেহেদী হাসান হিমু প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এমবিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।