ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি’র মরাগাঙ্গে জোয়ার আসবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
‘বিএনপি’র মরাগাঙ্গে জোয়ার আসবে না’ মাহবুবুল হক শাকিলের স্মরণসভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সার্কিট হাউজ মাঠ, ময়মনসিংহ থেকে: বিএনপি’র মরা গাঙ্গে জোয়ার আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি বলে আন্দোলন হবে। এই বছর না ওই বছর। বিএনপি অন্ধকারে ঢিল ছোড়ে। একে অন্যকে সরকারের দালাল বলে।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহ উদ্দিন সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মীর্জা আজম এমপি, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান প্রমুখ।



স্মরণসভায় ওবায়দুল কাদের বলেন, স্মরণ সভা এতো বড় জনসভায় পরিণত হয় এটা আমি জীবনে প্রথম দেখেছি। এক উদীয়মান নেতার প্রতি ভালবাসায় এক বিশাল জনতার ঢল।  আর সে ভালবাসার মূর্ত প্রতীক মাহবুবুল হক শাকিল।  

তিনি বলেন, একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, শাকিল প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহধন্য ছিল। প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিং এর বক্তব্য সে তৈরি করতো। প্রধানমন্ত্রী তাঁর প্রশংসা করতেন সবসময়। তাঁর মৃত্যুতে শেখ হাসিনা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। শেখ হাসিনা শাকিলের বাবা মার চেয়ে কম কষ্ট পাননি।

সড়ক মন্ত্রী আরও বলেন, মৌসুমি পাখিরা সংশোধন হন। না হয় আওয়ামী লীগে থাকতে পারবেন না। কয়েকজনের অপকর্মের দায় জনপ্রিয় সরকার নিতে পারে না।

পরে ওবায়দুল কাদের প্রয়াত মাহবুবুল হক শাকিলের নামে বাইপাস সড়কের নাম করণের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলেও জানান।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।