ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষির্কী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
বগুড়ায় ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষির্কী উদযাপিত

বগুড়া: নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দুই গ্রুপ পৃথকভাবে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপদযাপন করেছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের সাতমাথায় একটি লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলের জেলা শাখার সভাপতি রাধা রানী বর্মনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এ সময় বক্তব্য রাখেন- জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব সাইদুজ্জামান টুটুল, ছাত্র ফ্রন্টের জেলা ‍শাখার সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় বর্মন, ওসমান গণি মুন, মুক্তা আক্তার মীম, আব্দুল মোমিন ও পলাশ বর্মন প্রমুখ।
 
বক্তারা বলেন, সুন্দরবন রক্ষায় অবিলম্বে রামপাল প্রকল্প বাতিল করাসহ ভুলে ভরা ও সাম্প্রদায়িকতার বীজ বহনকারী পাঠ্যপুস্তক বালিত করতে হবে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করাসহ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অবিলম্বে বগুড়ায় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।
 
অপরদিকে একই সময় জেলা শাখার সভাপতি শীতল সাহার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজিত হয়। এতে বাসদের জেলা সদস্য আব্দুল হাই, আমিনুল ইসলাম, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিউল ইসলাম, দলের জেলার সাধারণ সম্পাদক বনানী রায় ববি ও আব্দুল মোমিন প্রমুখ বক্তব্য রাখেন।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের সাতমাথা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।