ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনী জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ফেনী জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গ্রেফতার

ফেনী: ফেনী জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল ওরফে লইট্রা দুলালকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ফেনী শহরের মাস্টার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেফতার করা হয়।

দুলালের বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে।

এদিকে, বিএনপি নেতা দুলালকে গ্রেফতার করায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার ক্ষোভ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।