ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদাকে অগ্নিসন্ত্রাসের উচিত জবাব দেবে মানুষ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
‘খালেদাকে অগ্নিসন্ত্রাসের উচিত জবাব দেবে মানুষ’

বগুড়া: ২০১৯ সালের জাতীয় নির্বাচনেও দেশের মানুষ তাকে অগ্নিসন্ত্রাসের উচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সার্কিট হাউজে ১৪ দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি, ১৪-দলের কেন্দ্রিয় নেতা ডা. শাহাদৎ হোসেন, রেজাউর রশিদ খান, অধ্যাপক নুরুল মজিদ বেলাল, এজাজ আহমেদ মুক্তা, কমরেড অসীম রড়ুয়া রায়, রোকনুজ্জামান রোকন, আতাউল্লাহ, বিরেন সাহা, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, ডা. মকবুল হোসেন, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) অধ্যক্ষ প্রফেসর আহসান হাবীব, বিএমএ বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক ডা. রেজাউল আলম জুয়েল, স্বাচিপ সভাপতি ডা. সামির হোসেন মিশু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এমবিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।