ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ২৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
গাইবান্ধায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ২৮

গাইবান্ধা: গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের নয় নেতাকর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে সোমবার (২৩ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, জেলার সুন্দরগঞ্জে জামায়াতের ছয়জন, পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াত শিবিরের তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও মাদক মামলায় আরও ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী থেকে গ্রেফতারকৃত নয়জনের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।