ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাভার উপজেলা চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব গ্রহণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
সাভার উপজেলা চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব গ্রহণ সাভার উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

সাভার(ঢাকা): সাভার উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) দায়িত্বভার গ্রহণ করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

জানা যায়, একাধিক মামলায় সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি জেলহাজতে রয়েছেন।

উপজেলা পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরকে উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনীসহ অন্যান্যরা।

দায়িত্ব হস্তান্তরের পর উপজেলার হলরুমে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আরআর/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।