ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় কাদেরের আগমন উপলক্ষে আ’লীগের প্রস্তুতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
বগুড়ায় কাদেরের আগমন উপলক্ষে আ’লীগের প্রস্তুতি সভা বগুড়ায় কাদেরের আগমন উপলক্ষে আ’লীগের প্রস্তুতি সভা

বগুড়া: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বগুড়ায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী শুক্রবার (২৭ জানুয়ারি) বগুড়ায় কর্মীসভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

এতে সংগঠনের সভাপতি আবু সুফিয়ান সফিক সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাফুজুল ইসলাম রাজ, জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মাহফুজা খানম লিপি, ইউপি চেয়ারম্যান আলীমুদ্দিন, সওকাদুল ইসলাম সরকার সবুজ, প্রভাষক কামরুল হাসান ডালিম, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, সাব্বির আহম্মেদ তারাজুল, খলিলুর রহমান, রবিউল ইসলাম লিটন, আজহারুল হান্নান রিপু, আব্দুল জলিল, ডা. জাহেদুর রহমান, মির্জা হাকিম, প্রভাষক এনামূল হক রুমি, মাহফুজার রহমান দুলু, কামাল উদ্দিন, আনিছার রহমান, আলী রেজা তোতন ও রাজু মন্ডল।

বক্তারা বলেন, আগামী শুক্রবার (২৭ জানুয়ারি) শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে কর্মীসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

কর্মীসভা সফল করতে সব ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।