ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে খুনের বিচার দাবিতে আ’লীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
রাজধানীতে খুনের বিচার দাবিতে আ’লীগের বিক্ষোভ খুনের বিচার দাবিতে নর্দায় বিক্ষোভ করছেন আ’লীগ কর্মীরা। ছবি: বাংলানউজ

ঢাকা: আওয়ামী লীগ কর্মী মাইন উদ্দিন খুনের বিচারের দাবিতে রাজধানীর নর্দা কালাচাঁদপ‍ুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রায় আধা ঘণ্টা প্রগতি সরণির সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১টার দিকে এ বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।

গত সোমবার (২৩ জানুয়ারি) মাইন উদ্দিন নামে গুলশান থানা আওয়ামী লীগের এক সদস্যকে ছুরিকাঘাত কর‍া হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান। তার খুনের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে গুলশান থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গুলশান থানা আওয়ামী লীগের সদস্য ইব্রাহিম অভিযোগ করে বলেন, কালাচাঁদপুর পশ্চিমপাড়ার মো. সাজু আল্লাহর দান বিরিয়ানী হাউসের সামনে সোমবার মাইন উদ্দিনকে ছুরিকাঘাত করে। বুধবার সকালে মাইন উদ্দিন ঢামেকে মারা যান। আমরা তার খুনের বিচার চাই।

গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আশরাফ করিম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিক্ষোভকারীদের বুঝিয়ে সরানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরটি/আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।