ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
গাইবান্ধায় জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫১

গাইবান্ধা: গাইবান্ধা জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জামায়াতের চার কর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনগত রাত থেকে শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযানে তাদের ধরা হয়।

জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, পুলিশের বিশেষ অভিযানে সুন্দরগঞ্জ থানায় জামায়াতের চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য থানায় গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক মামলায় আরও ৪৭ জন গ্রেফতার হন।


 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়াদের মধ্যে চারজন জামায়াতের কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। থানা হাজতে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।