ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘সার্চ কমিটিতে সরকারের সুবিধাপ্রাপ্ত লোক রয়েছেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
‘সার্চ কমিটিতে সরকারের সুবিধাপ্রাপ্ত লোক রয়েছেন’ গোলটেবিল মিলনায়তনে অতিথিরা/ ছবি: শাকিল-বাংলানিউজ

ঢাকা: নির্বাচন কমিশন গঠন নিয়ে করা সার্চ কমিটিতে সরকারের সুবিধাপ্রপাপ্ত লোকজন রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত সব রাজনৈতিকদলকে আলোচনায় না ডেকে রাষ্ট্রপতি গণতন্ত্রকে অবজ্ঞা করেছেন’।

অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সহায়ক সরকারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সমাবেশে ফখরুল বলেন, ‘আজ সেনাপ্রধানের সঙ্গে একমত হয়ে বলতে চাই অন্য নিবন্ধিত দলকেও আপনার (রাষ্ট্রপতির) ডাকা উচিৎ ছিলো। তাদের না ডেকে আপনি আসলে গণতন্ত্রের যে বিষয়টা সেটা অবজ্ঞা করেছেন। এটা একজন রাষ্ট্রপতি হিসেবে আপনার কাছে আমরা আশা করিনি। ’

তিনি আরো বলেন, আপনি এখন রাজনৈতিক দলের নেতা নন, আপনি সমগ্র বাংলাদেশের রাষ্ট্রপতি। যাই হোক আমরা আশা করবো আপনি পরবর্তী সময়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। সকল রাজনৈতিক দলকেই আপনি আহ্বান করে তাদের মতামত গ্রহণ করবেন।
 
সার্চ কমিটিতে বিএনপি সন্তুষ্ট নয় অভিযোগ করে তিনি বলেন,  সার্চ কমিটির মধ্যেও সরকারের সুবিধাপ্রাপ্ত লোকজন রয়েছে। তারা কখনোই নিরপেক্ষ সিদ্ধান্ত দিতে পারবে বলে আমি মনে করি না। তারপরেও আমাদের কাছে নাম চাওয়া হয়েছিল। আমরা নাম দিয়েছি। একটিমাত্র কারণে। আমরা গণতন্ত্রকে সংঘাত ছাড়া সুসংহত অবস্থায় দেখতে চাই। কিন্তু কে শোনাবে? কার কানে পৌছাবে এই বানী? ওই যে বলে, ‘তোমরা যে যা বলো ভাই আমার সোনার হরিন চাই’।

সাংবাদিক নির্যাতন প্রসঙ্গে মহাসচিব বলেন, ‘আজ অংসখ্য পত্রিকা সত্য কথাগুলো লিখতেও আর সাহস পাচ্ছে না। লিখলেই পত্রিকার মালিককে তুলে নিয়ে যাওয়া, তাদের কোথায় কোন ব্যাংকে কি আছে না আছে সেগুলো দেখা, শিল্প প্রতিষ্ঠানের ঋণ বন্ধ করে দেওয়া। সর্বোপরি সাগর-রুনির মতো হত্যা, গুম।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) শাহজাদপুরের সাংবাদিক নিহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সেই সাংবাদিক শহীদ হয়েছেন। এর আগে সাভারের সাংবাদিক নাজমুলকে রিমান্ডে নিয়ে কি অমানবিক নির্যাতন করা হয়েছে। শুধুমাত্র সত্য কথাগুলো তুলে ধরেছিলেন সেই সাংবাদিক। এই আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নেতাকর্মী এবং সাংবাদিককে যেভাবে হয়রানি ও অপমান করা হয়েছে আর কোনো সরকারের আমলে এমন হয়নি।
 
ফখরুল বলেন, বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আলিয়া মাদ্রাসার বিশেষ কোর্টে যেতে হয়েছে। কেন সেখানে নিয়ে যাওয়া হবে। তারা হয়রানী করতে ওই কোর্ট ওইখানে স্থানান্তর করেছে। খালেদা জিয়াকে ওইখানে নিয়ে যাওয়ার সময় চতুর্দিকে র‌্যাব, পু্লিশ, গান, বন্দুক, জল কামান এমনভাবে রাখা হয় যেন মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে। গণগন্ত্রের প্রতি এ কোনো ধরনের শ্রদ্ধা?

সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন- জাগাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফিরোজ।

নগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাগপার সহ সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান, যুব জাগপার সভাপতি ফায়জুর রহমান, সাবেক সহ সভাপতি আলবাট বি কষ্টা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।