ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সব দেশেই দ্বৈত নাগরিকত্ব আইন প্রচলিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সব দেশেই দ্বৈত নাগরিকত্ব আইন প্রচলিত

কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, পৃথিবীর সব দেশেই দ্বৈত নাগরিকত্ব আইনের প্রচলন আছে।

বাংলাদেশের সন্তান পৃথিবীর অন্য দেশে জন্ম নিলে যেমন সে দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে, ঠিক তেমনি একজন বাংলাদেশির সন্তান হিসেবে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া শহরের বাসভবনে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চেক বিতরণ করেন তিনি।

এর আগে দ্বৈত নাগরিকত্ব আইন সম্পর্কে বিএনপির মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী পরিষদের সিদ্ধান্তকে যথার্থ বিবেচনা করে তিনি বলেন, সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ পদে থেকে দ্বৈত নাগরিকত্ব বাঞ্চনীয় নয়।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়ার কারণে বিএনপি নেতৃবৃন্দের ভেতর হতাশা সৃষ্টি হওয়ায় তারা প্রলাপ বকছে।

তিনি বলেন, গোটা বিশ্বে যেখানে সামাজিক অস্থিরতা আছে, সেখানে বাংলাদেশ তো বিশ্বের বাইরে নয়। সামাজিক অস্থিরতার কারণে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি হচ্ছে।

রাজনৈতিক কোন্দলের ব্যাপারে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জেব উন নেসা সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।