ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শিমুল হত্যা

মেয়র মীরুসহ ২ জনকে আ’লীগ থেকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
মেয়র মীরুসহ ২ জনকে আ’লীগ থেকে বহিষ্কার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র হালিমুল হক মীরুসহ দু’জনকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত অপরজন হলেন-শিমুল হত্যা মামলার ৪ নং আসামি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কে.এম. নাসির উদ্দিন।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন এমপি এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, হত্যার মত অপরাধের সঙ্গে যুক্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে মেয়র হালিমুল হক মীরু ও কে এম নাসির উদ্দিনকে বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।