ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মানুষের অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন সুরঞ্জিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
মানুষের অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন সুরঞ্জিত

ঢাকা: একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের মানুষের অধিকারের পক্ষে সুরঞ্জিত সেনগুপ্ত সবসময় সোচ্চার ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সংবিধান রচয়িতাদের অন্যতম ও বর্ষিয়াণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত’র মৃত্যুতে রোববার (০৫ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপার্সন বলেন, স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক হিসেবে তার রাজনৈতিক জীবনে দেশমাতৃকার মুক্তির জন্য সুরঞ্জিত সেনগুপ্ত যে অবদান রেখেছেন তা জাতি কোনোদিন ভুলবেনা।


 
তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন জাতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে গণমানুষের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখে বহুমাত্রিক গণতান্ত্রিক রাজনীতি ও সামাজিক অগ্রগতির পক্ষে ছিলেন বলিষ্ঠ কন্ঠস্বর তিনি।

সুরঞ্জিত সেনগুপ্তের অবদানের কথা দেশের মানুষ চিরদিন মনে রাখবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, দেশের স্বাধীকারের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে তার অবদান ছিল উল্লেখযোগ্য। আমাদের রাষ্ট্রীয় সংবিধান প্রণয়নে একজন অন্যতম রচয়িতা হিসেবে তার ভূমিকা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে।

বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুরঞ্জিত সেনগুপ্ত’র বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

রোববার ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দল মত নির্বিশেষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন শোক বাণী দিচ্ছে।

বাংলাদেশ সয়ম: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এজেড/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।