ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জে সোমবার সুরঞ্জিতের শেষকৃত্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সুনামগঞ্জে সোমবার সুরঞ্জিতের শেষকৃত্য

সুনামগঞ্জ: সোমবার (৬ ফেব্রুয়ারি) সুনামগঞ্জে নিজ গ্রামে প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আইন বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের শেষকৃত্য অন‍ুষ্ঠিত হবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর ল্যাব এইড হাসাপাতালে পরলোক গমন করেন আওয়ামী লীগের বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

জেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, সুরঞ্জিত সেন গুপ্তের মরদেহ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হেলিকপ্টারে করে সুনামগঞ্জে নিয়ে আসা হবে।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখান থেকে মরদেহ নতুন কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হবে।

জেলা শহরের সব শ্রেণীপেশার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-২ আসন দিরাই-শাল্লায় নিয়ে যাওয়া হবে তার মরদেহ। প্রথমে তাকে নিয়ে যাওয়া হবে শাল্লা উপজেলায় পরে তার জন্মভূমি দিরাইয়ে নিয়ে যাওয়া হবে সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল ৩টার দিকে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সুরঞ্জিত সেন ছিলেন-সুনামগঞ্জের প্রাণ পুরুষ। তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সুনামগঞ্জে রাজনীতি ও উন্নয়নে বিশেষ অবদান রেখে গেছেন। সারা জীবন তিনি হাওরের জনপদের মানুষের জন্য কাজ করে গেছেন। জাতীয় পর্যায়ে তিনি সুনামগঞ্জের প্রতিনিধিত্ব করতেন। তার প্রয়াণে সুনামগঞ্জের উন্নয়ন ও রাজনীতিতে তৈরি হবে বিরাট শূন্যতা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।