ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাতীয় নির্বাচন এক দলীয়ভাবে হতে দেওয়া হবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
জাতীয় নির্বাচন এক দলীয়ভাবে হতে দেওয়া হবে না জাতীয় নির্বাচন এক দলীয়ভাবে হতে দেওয়া হবে না-ছবি: বাংলানিউজ

নোয়াখালী: আগামী জাতীয় সংসদ নির্বাচন এক দলীয়ভাবে হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌর হলে কবিরহাট উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

ব্যারিস্টার মওদুদ বলেন, আপনারা জানেন কয়েকদিন আগে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

কিন্তু কী লাভ, যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষভাবে ভোট না হয়ে সরকার দলের অধীনে নির্বাচন হবে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়- সুষ্ঠ‍ু নির্বাচন উপহার দেওয়া। তাই আমরা চাই, এখন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হোক। যাতে করে মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং কোনো সরকারের অধীনে নয়।

কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি'র সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদের স্ত্রী পল্লীকবি জসিম উদ্দিনের মেয়ে হাসনা জসিম উদ্দিন মওদুদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকানে-ই আলম, কবিরহাট পৌর বিএনপির সভাপতি ফখরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।