ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অস্বাভাবিক সরকার গঠন করাই খালেদা জিয়ার উদ্দেশ্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
অস্বাভাবিক সরকার গঠন করাই খালেদা জিয়ার উদ্দেশ্য অস্বাভাবিক সরকার গঠন করাই খালেদা জিয়ার উদ্দেশ্য-ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আরেকটা নির্বাচনকালীন সরকার গঠন করা খালেদা জিয়ার উদ্দেশ্য নয়, একটি অস্বাভাবিক সরকার গঠন করাই তার উদ্দেশ্য। আর এ অস্বাভাবিক সরকার এলে তিনি যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে রক্ষা করতে পারবেন। একই সঙ্গে তিনি চুরি, দুর্নীতির মামলা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের সময় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী এসময় বলেন, খালেদা জিয়া কোনো নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে চান না।

বরং ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তিনি নির্বাচন বানচাল করতে চান। সেজন্য তিনি ৫ জানুয়ারির নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চক্রান্ত করেছিলেন।
 
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের সময় অনেকের মধ্যে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তিমনি চাকমা ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।