ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

উপজেলা নির্বাচন

সিলেটে চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বৈধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৩, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
সিলেটে চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বৈধ

সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা কর‍া হয়েছে।

একই সময়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হুছনা বেগম ও শারমিন আক্তারের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসন সম্মেলন কক্ষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুনানিকালে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর ব্যাংক ক্লিয়ারেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। চেয়ারম্যান পদে বৈধ দুই প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী ময়নুল হক চৌধুরীর প্রার্থীতা যাচাই বাছাইকালে বৈধ হয়।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) যাচাইবাছাইকালে ব্যাংকে ঋণ থাকায় চেয়ারম্যান পদে আতাউর রহমান, শারমিন আক্তার এবং সার্টিফিকেট ও হলফনামা না দেওয়ায় হুসনা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়।

ওইদিন যাচাই বাছাইকালে এ তিন প্রার্থীসহ সাতজনের মনোনয়ন বাতিল হয়। মনোনয়ন বাতিল হওয়া অন্যরা হলেন- আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস খান, দিলদার আলী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আকামত আলী, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবের আহমদ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনইউ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।