ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ড. ইউনূস ও টিআইবিকে ক্ষমা চাওয়ার আহ্বান আ.লীগের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ড. ইউনূস ও টিআইবিকে ক্ষমা চাওয়ার আহ্বান আ.লীগের

ঢাকা: নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস ও টিআইবিসহ দেশের যেসব ব্যক্তি পদ্মাসেতু প্রকল্প নিয়ে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংকের পক্ষ নিয়ে কথা বলেছেন, তাদের সবাইকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বব্যাংকের পক্ষ থেকে পদ্মসেতুতে দুর্নীতি হয়েছে বলা হয়েছিল।

আর এ  ষড়যন্ত্রের পক্ষে সাফাই গেয়ে কথা বলেছেন, ড. মোহাম্মদ ইউনূস ও টিআইবি এবং দেশের বুদ্ধিজীবী কিছু ব্যক্তি। কিন্তু কানাডার আদালতে প্রমাণ হয়েছে পদ্মাসেতুতে দুর্নীতি হয় নি। এসব ছিলো ষড়যন্ত্র। তাই এসব যড়যন্ত্রকারীদের সবাইকে দেশবাসীর সামনে ক্ষমা চাইতে হবে।  

হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাংক যখন পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগ তোলেন, তখন ড. ইউনূস বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের লোকদের কাছে ই-মেইল পাঠান। যেন, তারা এ প্রকল্পে অর্থায়ন বন্ধ রাখে। যা সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। টিআইবিও দুর্নীতির অভিযোগ এনে তা নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে। তাই, এদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগ আনাদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নিবে কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে কিনা তা সরকার জানে।  
কানাডার আদালতের রায়ে বাংলাদেশ কলঙ্ক মুক্ত-উল্লেখ করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, এ রায়ের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কোথাকার আদালত কি রায় দিয়েছেন-তা নিয়ে আমরা ভাবি না’। তাদের এ বক্তব্য হচ্ছে, গ্রাম্য মোড়লদের মতো। মোড়লরা যেমন বিচারে হেরে গেলে বলেন, যা বলেছিতো বলেছি। তাদের কথাও সেই রকম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা ফরিদুন্নাহার লাইলি, সুজিত রায় নন্দী, আব্দুস সোবাহান গোলাপ, আবদুস সবুর, হারুনুর রশীদ, হাবিবুর রহমান সিরাজ ও আমিনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমসি/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।