ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা সালাহ উদ্দিনসহ ১৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বিএনপি নেতা সালাহ উদ্দিনসহ ১৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ভারতের কারাগারে আটক বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদসহ ১৯ ‍জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সালাহ উদ্দিনসহ ১৯ ‍জন নেতাকর্মীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বাংলানিউজকে জানান, আসামিরা মামলার শুরু থেকেই পলাতক থাকায় বিচারক পরোয়ানা জারি করেছেন।

আগামী ২ এপ্রিল তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য হয়েছে।

মামলার অন্যতম আসামি বিএনপি নেতা আমান উল্লাহ আমান গত মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিনের জন্য আদালতে আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য নেতারা হলেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেল, আজিজুল বারী হেলাল ও সাইফুল ইসলাম নিরব প্রমুখ।

২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী এলাকার গোলাপবাগ মোড়ে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা লোহার রড ও লাঠি দিয়ে যানবাহন ভাঙচুর করে ও বলাকা পরিবহনের একটি গাড়ি পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমআই/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।